সাজিদুল হক
147 Views

ওয়েবকোড এর সাথে আমি ছিলাম ২০১৬ সালের শেষ থেকে ২০১৭ সাল পর্যন্ত, একজন ইন্টারনি হিসেবে। এই সময়টাতে আমি থিমফরেস্ট অথরদের সাথে কাজ করার সুযোগ পাই যেটা আমার কোড কোয়ালিটি ইম্প্রুভ করতে অনেক সহযোগিতা করে। আমাদের প্রোজেক্ট গুলো যেহেতু থিমফরেস্ট এর জন্য ছিল, তাই তাদের স্টান্ডার্ড মেইন্টেইন করেই কাজ করতে হয়েছে, যেটা আমার ফিউচার ক্যারিয়ারেও অনেক কাজে লাগে। নতুনদের জন্য বলব, আপনারা যেটাই শিখেন শেষ পর্যন্ত লেগে থাকবেন, আর বারবার টপিক চেইঞ্জ না করে যেকোন একটি বিষয়ে ফোকাস রাখুন। ওয়েবকোড সম্পর্কে বলতে গেলে, এখানে অভিজ্ঞ ট্রেইনার আছেন যারা নিজেরাও থিমফরেস্টের জন্য কাজ করে থাকেন, আবার যারা শিখতে আসবেন তাদেরও রিয়েল টাইম প্রোজেক্ট এ কাজ করার একটা সুযোগ আছে।