আমাদের সহযোগী প্রতিষ্ঠান

০১

ওয়েবকোড লিমিটেড

ওয়েবকোড লিমিটেড আন্তর্জাতিক মানের একটি ওয়েব সলুশন কোম্পানি। গত প্রায় ৭ বছর ধরে আন্তর্জাতিকভাবে সুনামের সহিত ওয়েব সল্যূশন এবংসফটওয়ার সল্যূশন সার্ভিস দিয়ে আসছে।

সেই সাথে ওয়েবকোড লিমিটেড এর টিম উন্নতমানের পিমিয়াম এবং ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট, ইউ-আই/ইউ-এক্স ডিজাইন, এইচ.টি.এম.এল টেমপ্লেট ডেভলপমেন্ট, প্লাগিন ডেভলপমেন্টসহ কনটেন্ট রাইটিং, এ্যামাজন এ্যাফিলিয়েট এবং গুগল এ্যাডসেন্স পাবলিসার্স হিসেবে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।

ওয়েবসাইট ভিজিট করুন
concern
০২

কোডেক্সকোডার

কোডেক্সকোডার ওয়েবকোড লিমিটেড এর অংগসংগঠন হিসেবে গত প্রায় ৭ বছর যাবত আন্তর্জাতিক মার্কেটে তাদের নিজেদের ডেভলপ করা প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম, টেমপ্লেট, পিএসডি আইটেম হিসেবে বিক্রি করার পাশাপাশি সার্ভিসও দিয়ে আসছে। থিমফরেস্টে কোডেক্সকোডারের প্রোফাইলটি ভিজিট করতে পারেন। https://themeforest.net/user/codexcoder/portfolio

ওয়েবসাইট ভিজিট করুন
concern
০৩

ওয়েবকোড ইনস্টিটিউট

২০১২ সালে ওয়েবকোড এর শুভ সূচনা হলেও ২০১৪ সালের ফেব্রুয়ারী মাসে ওয়েবকোড ইন্সটিটিউট শুরু হয়। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে ওয়েবকোড ইনস্টিটিউট। ওয়েবকোড ইনস্টিটিউটের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে দেশের মানব সম্পদকে উন্নত প্রশিক্ষন এর মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং সাবলম্বী করা সেইসাথে বিশ্ব দরবারে বাংলাদেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া। ওয়েবকোড ইনস্টিটিউটে রয়েছে দক্ষ এবং প্রফেশনাল ট্রেইনার, যারা নিজেরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন আন্তর্জাাতিক প্লাটফর্মে দক্ষতা এবং সুনামের সাথে কাজ করে আসছে।

ওয়েবসাইট ভিজিট করুন
concern
০৪

ল্যাব আর্টিজান

ল্যাব আর্টিজান ওয়েবকোড লিমিটেড এর অংগসংগঠন হিসেবে কাজ করে।আন্তর্জাতিক মার্কেটে তাদের নিজেদের ডেভলপ করা প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম, টেমপ্লেট, পিএসডি আইটেম হিসেবে বিক্রি করার পাশাপাশি সার্ভিসও দিয়ে আসছে। উল্লেখ তাকে যে, ওয়েবকোড ইনস্টিটিউট থেকে যেসকল শিক্ষার্থীরা কোর্স করেছে তাদেরই একটি অংশ ল্যাবআর্টিজানে কাজ করে থাকে। এই প্রোফাইলে যত কাজ আছে সবই আমাদের ছাত্র-ছাত্রীদের করা কাজ।

থিমফরেস্ট প্রোফাইল ভিজিট করুন
concern