Rassel Hossain
79 Views

একজন ওয়েব ডিজাইনার হিসেবে আমার হাতেখড়ি হয় ওয়েবকোড ইন্সটিটিউট এর মাধ্যমে। ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটি বেছে নেবার অন্যতম কারণ হল কোডিং এর প্রতি আমার প্রচণ্ড আগ্রহ এবং এর উজ্জ্বল ভবিষ্যৎ। আর এই উদ্দেশ্য সফল করার জন্য আমাকে সর্বাত্মক সহায়তা করছেন “ওয়েবকোড ইন্সটিটিউট” এর মেন্টরগণ। আমার দৃষ্টিকোণ থেকে ওয়েবকোডের সকল মেন্টরগণই খুবই দক্ষ এবং বন্ধুসূলভ। যেহেতু তাদের অধিকাংশ কাজই থিমফরেস্ট মার্কেট প্লেস এবং অন্যান্য আন্তর্জাতিক প্লাটফর্ম গুলো নির্ভর তাই তাদের ডিজাইন এর মান এবং কোডিং স্টাইলও আন্তর্জাতিক মান সম্পন্ন। তাই আমিও থিমফরেস্ট স্টান্ডার্ড কোডিং শিখতে পেরেছি এবং বর্তমানে থিমফরেস্ট মার্কেট প্লেসে কাজ করছি , যা ভবিষ্যতেও অনেক কাজে আসবে বলে আমি মনে করি।